Posts

Showing posts from February, 2020

বাগদাদের সেই পাগল বহলুল

আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুটি শিক্ষনীয় গল্প,,, আব্বাসী খলীফা হারুনুর রশীদ (৭৬৩-৮০৯খ্রি.) এর শাসন আমলে (৭৮৬-৮০৯খ্রি.) বাহলুল নামে এক পাগল ছিল। তিনি যদিও পাগল ছিলেন না। তিনি ছিলেন তখনকার সময়ের জ্ঞানী একজন ব্যাক্তি। কিন্তু তিনি অভিনয় করতেন পাগল সাজার। কারন তাকে খলিফা হারুনুর রশীদ চেয়েছিলেন বিচারকের দায়িত্ব দিতে। কিন্তু তিনি এ দায়িত্ব গ্রহন করা থেকে বিরত থাকতেই পাগলের ভাণ ধরেন। আব্বাসীয় খলীফা হারুনুর রশীদের সাথে ঘটে যাওয়া যে শিক্ষনীয় ঘটনা আজো ইতিহাসের পাতায় বয়ে বেরাচ্ছে। তা আপনাদের সাথে আজ শেয়ার করবো। বহলুল পাগল যিনি যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশীদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন: বাহলুল! ওই পাগল! তোর কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল- হারুন! ওই পাগল! তোর কি কোনদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুই, যে সারা দিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান। বাদশাহ: কীভাবে? বাহলুল রাজপ্